মোহাম্মদ রফিকউজ্জামান

Mohammad Rafiquzzaman

মোহাম্মদ রফিকউজ্জামান
জন্ম ১১ ফেব্রুয়ারি ১৯৪৩
জন্মস্থান যশোর, বাংলাদেশ
বর্তমান নিবাস ঢাকা, বাংলাদেশ

মোহাম্মদ রফিকউজ্জামানের জন্ম ১৯৪৩ সালের ১১ই ফেব্রুয়ারী। দেশের বাড়ি বাংলাদেশের যশোর শহরে খড়কী এলাকায়। যশোর জিলা স্কুল ও যশোর এম এম কলেজে অধ্যায়ন শেষে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন ১৯৬৭ সালে। ১৯৬৮ সাল থেকে বেতারে প্রযোজক হিসেবে চাকরী শুরু করেন তিনি। ১৯৯৩ সালে স্বেচ্ছা অবসর নিয়েছেন পরিচালক হিসেবে। এর পর বেশ কিছু টিভি চ্যানেলে সি ই ও এবং অনুষ্ঠান প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর লেখালেখির শুরু স্কুল জীবন থেকে। পদ্য লিখতেন । কলেজের কবি অধ্যাপক আজীজুল হক-এর সংস্পর্শে এসে কবিতার চর্চা শুরু হয়। যশোর থেকে পাঠানো কবিতা ঢাকার সব সাহিত্য পত্রিকায় ছাপা হতো। তারপর ষাটের দশক থেকেই গান লেখা শুরু করেন তিনি। ১৯৭৩ সাল থেকে তিনি সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখা শুরু করেন। ৭০-এর দশকের "দুঃখ আমার বাসর রাতের পালংক", "বন্ধু হতে চেয়ে তোমার" ইত্যাদি সহ বহু জনপ্রিয় গানের রচয়িতা তিনি। লেখালেখির পাশাপাশি মঞ্চ, বেতার ও টিভিতেও অভিনয় করেছেন তিনি সত্তর-আশির দশকে। তাঁর শেষ নাটক বিটিভির "ঢাকায় থাকি"। তিনি 'দেবদাস', 'চন্দ্রনাথ' ও 'শুভদা' ছায়াছবির গান রচনা করে তিনবার জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে তিনি ২০০৮ সালে আবারও জাতীয় পুরস্কার লাভ করেন। এছাড়াও প্রতিভার স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন সময়ে বাচসাস পুরস্কার, জিয়া স্বর্ণ পদক, চাঁদের হাট পুরস্কার, বেতার নিজস্ব শিল্পী পুরস্কার, স্বদেশ সমাজকল্যাণ পদক, আশির দশকের শ্রেষ্ঠ গীতিকার পদক, স্বর্ণকলম পুরস্কার, একতা পুরস্কার, বিনোদন বিচিত্রা পুরস্কার, চ্যানেল আই পুরস্কার ইত্যাদি অর্জন করেন।


Lyrics RSS

এখানে মোহাম্মদ রফিকউজ্জামান -এর ৩৪৫টি গানের কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
একদিন ছুটি হবে অনেক দূরে যাবো
সেই রেল লাইনের ধারে
গ্রীষ্ম বর্ষা শরত্‍ হেমন্ত শীত বসন্ত
আমার মতো এতো সুখী নয় তো কারো জীবন
আমার মন পাখিটা যায় রে উড়ে
পাহাড়ের কান্না দেখে
ভেঙে যাবেই কাচের চুড়ি
ও নীরব মাঠ, মাঠের ওপারে ঝাপসা তালের সারি
দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক
এতো সুখ সইবো কেমন করে
চোখকে না কাঁদিয়েই মনকে যে কতবার কাঁদালাম
বন্ধু হতে চেয়ে তোমার
আমাকে একটি দোয়েল বলেছে
বারবার শতবার বলো তুমি যতোবার
পৃথিবী তো দু'দিনেরই বাসা
কেন ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না
ও জুঁই, ওরে জুঁই
ভালোবাসা যত বড়
আমাকে দেখার সেই চোখ
তুমি এমনই জাল পেতেছো সংসারে
দোয়েল পাখি গান শুনিয়ে ঘুম ভাঙায়
অমন মিনতি করো না
তোমার নাকে যেই একটু দোলে নথ
একটু দাঁড়াও চোখে চোখে চাও
আমার দু'চোখ যেই চমকেছিলো
অন্য রকম কিছুই কি হতে পারতো না
কতদূর যেতে তুমি পারো
অন্তরে মন্তর না খুঁজে
আগম নিগম সুগম ক'রে
ফুলের বিচার সকল জীবের জন্যে নয়
ঝড় জানে না দুঃখ বা সুখ
রাধা বিনা বৃন্দাবন
না থাক ময়ূর কোনো খানে
কথা ছিলো না কি
এখনো প্রাণের কম্পন শুনি
কেঁদেছিলে তুমি
আগুনের ফুল মালায় গেঁথেছি
সত্যিই কি আকাশের ডাক শোনে কোনো গাংচিল
ছবিটা ধুসর হবে দিনে দিনে
বহুদিন গান আসেনি
হ'য়ে গেলে শমন জারী
তোমায় যখন এই বুকে পাই
সেধে সেধে এলোরে তোর সাঁই দরদী
সেদিন সন্ধ্যা-রাতে
সুখের নাম তো কষ্টমুখী
সীমাহীন এক ভালো না লাগায় বন্দী
আবার ফিরে আসতে হবে
নূরে নূরে মিলে দ্যাখো
যদি ভাবো ফিরে গেছি, সে তোমার ভুল
আবার নতুন গান শোনাবো
তোমার সুখে সুখ মেনেছি বলে
মানুষের ডাকে জাগতে পারো না
বুকের ভিতর একটি গোলাপ
আমার ভুলগুলোকে হৃদয় থেকে
তোমায় না দেখিলে চক্ষু আন্ধার
যতোখানি ভালোবাসা ফোটে অধরে
সাধুর যে ঠোঁট শোনায় বচন
মরণের কাছে মিনতি আমার
কী আনন্দে রেখেছো আমায়
ও মন কর্ম কর্ম করে মরিস
স্বর-ব্যাঞ্জনে যে লিপি সাজালে
আমার খোপায় মানায় বলে
একুশ কেবল একটি তারিখ নয়
সবুজ ঘেরা আমার ছোট্ট গ্রাম
উনিশশ' আটচল্লিশে শুরু
তোমাকে দেখিনি আলোয় ছিলাম বলে কি
ছুঁয়ো না ছুঁয়ো না
এতো কান্না কেন তোমার
কখনো কখনো মন
আমার যা-কিছু ভালো লাগা নিয়ে
মন দেখে কে কবে মন দিয়েছে
আমি জ্যোৎস্নার ভাষা শুনতে চাই না আর
আহা কী ভ্রূকুটি – নাচলো ভ্রূ দুটি
জলের ধর্ম জলে মেশা
প্রেম যদি হয় অন্য মরণ
কোন কোঠাতে নূরের ঝলক
কী চাইতে আসো রোজ
আমার নাকি হাব ভালো না
তোমার পূর্ণতায় শুন্য হয়েও যদি মিশি
শেষ কথা বলে জানি কিছু হয়না
কে কে তোরা ফকির হবি
আসি আসি করে এসেই তো গেলো
আমি বৃষ্টি ধারায় ঝরেছিলাম
কে আর শোনে আঁধার রাতের কান্না
খেদ কেন গো সাঁইজ্বী লালন
তোমার আঁচল এলোমেলো হলে
কতো নিয়ম ভঙ্গ হলো
প্রেম যদি কড়া নাড়ে দরজায়
যা খুশি আমায় বলো
মানদণ্ড না জেনে ষণ্ড
হারিয়ে এসেছি কবে শৈশবের সেই খেলাঘর
বুকে পথ কেটেছি
আমার দুই চোখে দুই সমুদ্র তাই
দেখ চেয়ে তার শূন্য আকার পুণ্য যদি করে থাকিস,
কী যাদু করেছো বলো না
তুমি সাধ্যাসাধ্য কাণ্ড ঘটাও
তোমার যাওয়া যাওয়া তো নয়
তোমার ডাক শোনে অন্তর
দাস-দাসী একত্রে মিলে
দিনের আলোতে – রাতের কালোতে
তোমার পথে ঘুরছি জনমভোরে
দুদিনের পৃথিবীর বিপরীতে
স্বপ্ন দেখার ইচ্ছে হতে পারে
সহজ-সত্যি শুনতে যেমন
শুক-শারীদের গল্প এখন হয় না
না হলে কী হতো দেখা আর
সাধন যদি করবি রে মন
মাঠের সবুজ থেকে সূর্যের লাল
আমি যেন এক রাত্রি
কিছু কিছু মানুষের জীবনে
সুখে আমার বুক ভেসে যায়
নদী চায় চলতে
সাথী আমার হলো না তো কেউ
আজ ফিরে না গেলেই কি নয়
আজ-বড় সুখে দুটি চোখে
শুক পাখিরে
মাটির গভীর থেকে উঠে আসা ভালোবাসা
একটি রুপালী নদী
তুষের আগুন
আকাশটা তো নীল চিঠি নয়
ভালোবেসে কেন আমি হলাম অপরাধী
চূর্ণ চূর্ণ হয়ে ভেঙে গেলো মন
আমি জলের কাছে প্রশ্ন করি
আয় ফিরে তোর প্রাণের বারান্দায়
যমুনা বড় বেঈমান
নদীর ধারেই পথ
পদ্ম পাতার পানি নয়
এসো অন্তর সুন্দর করি
ভালোবাসা অন্ধ এ কথাই বলে সবাই
সাগরে বসত করি- বুকে মরুভূমি
অচেনা বন্দরে যাবো
কি কথা যে লিখি
উড়ে যেতে যেতে ঐ ফেরারী পাখির ঝাঁক
আজ স্বদেশের প্রিয় ধূলিকণা থেকে
তুমি চলে গেলে
মনে তো পড়ে না
আবার দেখা না হলে
মহাকাল সেতো অকুল মহাসমুদ্র
তোমার হাত পাখার বাতাসে
আছে বন্যা প্লাবন খরা
আমার নায়ে পার হইতে
জগৎ জুড়ে ঘুরছে ফকির
এ দেশটাকে ভালোবাসি
ভালোবাসার সাধ পূর্ণ তো হয়না
তোমার চোখের আয়নাতে যে মিষ্টি মেয়ে ছিল
আমি চাঁদকে বলেছি
পাবার সময় হতে না হতেই
প্রতিটি শিশুর মুখে
এক গাঁয়ের এক কিষান বধূ
ভালো লাগেনা লাগেনা এই
মন আমার ছোট্ট বাসা
আমার স্বপ্ন দেখার
এসো প্রেম করি
তুমি কি আমার প্রেমের আকাশ হবে
তুমি ছাড়া এই ঘর শূন্য ছিলো
আমায় কাছে আসতে বোলো না
মান বড় না মানি বড়
অভিমান শব্দটা
আজ এই সন্ধ্যার মেঘ
অন্তর জ্বালাইয়া বন্ধু
যতই দেখি সারা জগৎ ঘুরে
ওই সন্ত্রাসী মেয়ে
এখন তো প্রয়োজন ফুরিয়েছে ধ্রুব তারাটার
আমার অন্তরেরই কথাগুলো বলা হলো না
ওরে নতুন যুগের আলীবাবা তুই যে বড় বোকা
আগুনের রঙ্গ
তোমার দেয়া দুঃখ আমার
পাহাড়ি ফুলে
আমি তো কেবলই এক সাধারণ মেয়ে
পায়নি এবারও ছুটি
আমি সূর্য দেখবো না
বাংলাদেশের তাঁরা বীর সন্তান
ছোট বড় হাজারও চিঠি আসে রোজ
ধানের ক্ষেতে যখন নবীন ধান আসে
তুমি সুখে থাকো, সুখে থাকো চিরদিন
একই মাটি পায়ের নিচে
যে সাগর দেখে তৃপ্ত দু'চোখ
বাঁচতে যদি হয়
বিশ্ব সভাতে সূর্য আমার বাংলাদেশ
অন্তরে সব গাঁথা তবু
বুকে যার ভালোবাসার ঝড়
আমি না জেনে কারণ
আসবে বলে কথা দিয়ে
জীবনের ঘড়ি থেমে থাকেনা
দিন আসে দিন যায়
নাগরিক কবি
তোমার ও মুখে চোখ পড়তেই
একান্ত নিয়মে বাঁধা সময়ের ঘড়ির কাঁটায়
কিছুই না-শোনা এ যেন তোমার
আমার এক জানালা আকাশ
আমার মা আর আমার মাটি
কতো পথ পাড়ি দিলে
আমার বুকের কষ্টের মতো
রাত্রি আমার
আকাশ মাটিতে মেশামিশি
ভাঙতে যদি ইচ্ছে করেই
তুমি // কোন জোয়ারে প্রাণ জুড়াও গো এসে
আমি চাইলাম আলো
একটি বই
জ্বলতে জ্বলতে ঝরে যায় তারা
তুমি কখন কীভাবে আমার কবিতা হলে
আমার হারানো দিন
ও বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ
জানলো না কেউ আর গল্পের বাকিটা
কিছুই বলতে পারিনি
আর কি আমার হবে গো সময়
স্বপ্ন এলো কাঁদাতে সারা রাত
ভালোবাসা আমাদের প্রাণের বাঁধন
ভালোবাসার নষ্ট সময়
স্মৃতি বড় পোড়ায় তবু
বিন্দু বিন্দু অশ্রু মুক্তা
পলাশের দিনে পলাশ হয়ে
শ্রাবণের সন্ধ্যায়
রাত এলে ক্রমে ক্রমে
আমি সুরেলা গানের পাখি
দরবারে হাত তুলবো বলেই
নিজেকে জ্বালিয়ে
জানলো না কেউ আর গল্পের বাকিটা
দ্যাখো, কী সহজে সহজ কথায়
তারা দেখে রাত কাটে
রিক্সা চালাই আমি রিক্সা চালাই
কথা কও কিছু কথা
মোটামুটি গোল তেলের বোতল
আমি ভালোবাসার সুখে
ছোট্ট একটু আশা
তুমি এলে যেই
কোনো উদ্যানে
যতোবার তার সাথে দেখা
হায়রে অবুঝ নদীর দুই কিনার
এমন রাত্রি এ জীবনে আর
দুধের স্বাদ যার ঘোলে মেটে
ফিরে আসবই
মাঝে মাঝে মনে হয়
আমিতো কাঁদি নি
প্রেমকে তো চায় মন
এ ঘরের জানালাটা খুলে রাখা যায় না
দৃষ্টি দিয়ে লাভ কি বলো
ময়নাপাড়ার কৃষ্ণকলিকে দেখিনি
খন্ড শিলার আঘাত লেগে
ঢেউ ছল ছল গানে
হিজল বনের
দুষ্টুমিটা গেলো না আর কারো
মিলনের রাত পলকে প্রভাত
আমার দুই চোখ দুই সমুদ্র তাই
যে শব্দ
আজ আমার কনক চাঁপা ভোর
ও মেয়ে কৃষ্ণা
শরীরটা যেন বইতে নারাজ
সর্বনাশের আর কী বাকি
দিনে দিনে জরো জরো
আমাকে দুঃখ দিয়ে
সেই যে তোমার দু'চোখ আমি
সেই কবে দেখা হয়েছিল
মনের মধ্যে পাখনা মেইলা
এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে
তুমি কেমন আছো
বহুদিন তার
ছায়া ছায়া দীঘির পাড়ে
দিন কি রাতে
চাঁদ ভেসে চলে কুয়াশার পানসীতে
সংশয় জাগে
পথ চলে চলে ক্লান্ত আমি
আমি যেন পথের
পৃথিবী যে কতো সুন্দর
আমার পায়ের বেড়ি লোকোনিন্দা
চোখ সরানো যতো সহজ
হৃদয় নামক যন্ত্রণা
ওরে প্রেম
সুজন বাধিয়ার ঘাট
আমরা দেখেছি মুক্তিযুদ্ধ
পথ চিরদিন সাথী হয়ে রয়েছে আমার
তাজমহলের সামনে দাঁড়িয়ে
অনেক বড় ঘরনীও ঘর পায় না
এক সজীব অমর কবিতা
স্বাধীনতা আমার চির চাওয়ার
গানে গানে চেনা হলো
পোড়া চোখ কেন তুই
এই যে এসেছো
আমার কথা শুনলি না মন
দু'চোখ আমার এ কোন আলোয়
তার দৃষ্টি
সুখ পাখি তোর হইলো না আপন
ওই সাঁঝের আকাশ লাল
শোনো শোনো কথা শোনো রাগ করো না
তোমার সাথে যদি নাই দেখা হয়
পৃথিবী থেকে দূরে
আমার স্বপ্ন যদি লাল গোলাপটা হতো
তার থাক না জানা হাজার বাহানা
মাঝে মাঝে কিছুই থাকে না
আমি বাজুবন্দ হলাম না
কাছেই তো আছো
আমার বাউল মনের একতারাটা
জীবন নামের রেলগাড়িটা
এমন মিষ্টি একটা বউ
মিছে ভুল বুঝো না আমায়
যেন এক মুঠো রজনীগন্ধা
গলির মোড়ের ভাঙা বাড়িটা
ওরা সর্বনাশা হয়, ওদের সাথে চলা নয়
তোমার বুকে আমি জীবনে মরণে গরবিনী
চোখ মেলতেই একটি নতুন সকাল
আহারে কী শ্যামল শ্যামল
আহা কাঙ্খে কলসি
বাজারে মন এই দেহ মাদল
তুমি আমায় দিও উপহার
বলো কে বা শুনিছে
এই দেশের মানুষ বলো
আমি কাঁদি শুনতে কি পাও
তার দুঃখ নিয়েও কাদলাম
কি এমন দুঃখ তোমার বলো
আর কতকাল ঘোরাবি তোর
একটি দোয়েল বনে ডাকলেই
কতো হাজার হাজার বছর ধরে
আমার ভাগ্য বড় আজব জাদুকর
সুখে তুমি দুখেও তুমি
মুগ্ধ হৃদয় যেন সূর্যমুখীর মতো
এইতো আমার দোষ আমি হইলাম মানুষ
আমি একটু হাসি ছড়িয়ে দিতেই
এই রাত্রিকে থেকে যেতে বলোনা আরও কিছুক্ষণ
আমার থাকতে পরান আর কি দেখা
কাঁদিসনে রে বোন, লক্ষ্মী সোনা বোন
মনটা আমার মানুষেরই মন তো
অশ্রু আমার মুছিয়ে দিও না
হাওড় বাওড় পাহাড় নদী
জারি সারি ভাটিয়ালী লোককাহিনীর গান
সবুজ পাহাড়ের ঝর্ণা ধারাতে
পটুয়ার পটে আঁকা
বাংলাদেশের নাম
স্বপ্ত স্বরের শিখা আমি
হায়রে কপাল মন্দ
সূর্যোদয়ের গান
একাত্তরের যুদ্ধের দিনে
তবু ভালোবাসি
নীলের কুঠি নীল খামারি
কথা বলো কম কম
ওরে আয় আয় আয় সাধের ব্রাক্ষ্মণবাড়িয়ায়
সবুজ ভাসছে পাহাড়ে টিলায়
হাওড় বাওড় নদী, পাহাড় ও সমতল
এই খুশির দিনে সবাই সবার হবো আপন
উত্তরেরো প্রবেশ দ্বার
রিটার্ন টিকিট হাতে লইয়া
আজব একটা গ্যাসের বাত্তি
আমরা দুরন্ত এক ঝাঁক
যারে মন যা ক্ষ্যাপা তুই
বাংলা আমার বাংলা
দারুণ গরম ঈদের বড় বাজার

    এখানে মোহাম্মদ রফিকউজ্জামান -এর ৪টি আলোচনামূলক লেখা পাবেন।

       
    শিরোনাম মন্তব্য
    অন্ত্যমিল ১১
    গানের কাঠামো - ১ ১৩
    গানের কাঠামো - ২ ১২
    ছন্দ নিয়ে আলোচনা ১২

    এখানে মোহাম্মদ রফিকউজ্জামান -এর ২টি কবিতার বই পাবেন।

    দেহখেয়ায় দেবো পাড়ি দেহখেয়ায় দেবো পাড়ি

    প্রকাশনী: হাওলাদার প্রকাশনী
    বাংলা গান রচনাকৌশল ও শুদ্ধতা বাংলা গান রচনাকৌশল ও শুদ্ধতা

    প্রকাশনী: হাওলাদার প্রকাশনী

    This is the profile page of Mohammad Rafiquzzaman. You'll find a list of Bangla song lyrics of Mohammad Rafiquzzaman on this page.