আমার দু'চোখ যেই চমকেছিলো
তোমার দু'চোখে চেয়ে থমকেছিলো
তখনই প্রথম প্রেম জন্ম নিলো
তার আগে আর কেউ ভালোবাসেনি
তার আগে পৃথিবীতে প্রেম আসেনি ।।


তোমার আমার প্রথম কথাতে এলো গান
প্রথম হাসিতে হলো ফুলের বাগান
তার আগে কোনো বনে ফুল হাসেনি
তার আগে পৃথিবীতে গান আসেনি ।।


তোমার আমার প্রথম বিরহে এলো শোক
প্রথম ব্যথাতে জলে ভরলো দু'চোখ
তার আগে জলে কারো চোখ ভাসেনি
তার আগে পৃথিবীতে শোক আসেনি ।।