আমি) জ্যোৎস্নার ভাষা শুনতে চাই না আর
তার চেয়ে ভালো অমাবশ্যার গহিন অন্ধকার ।।


ধার করা আলো মায়াবী স্বপ্ন বোনে
মন অকারণ কুহকের ডাক শোনে ।
চাইনা সইতে সেই লুকোচুরি সেই প্রতারণা তার ।।


আঁধারের গান গাই
এমন আঁধার যেখানে নিজের ছায়াটাও সাথে নাই ।


এই ভালো আমি নিজেকে একলা জানি,
নেই বাসনার অবিরাম হাতছানি ।
মিথ্যে দুঃখ এই বুকে ধরে নেই কোনো অভিসার ।।


২৫/ ১১ - ১০ / ১২ / ২০১৭