ধুয়োঃ-----
[ দেহ নামক গেহ রে তোর রইলি তারই বাহার নিয়ে
বাইরে যতো ল্যাপা-পোছা, দেখলি না ভিতরে গিয়ে ]।
কোন কোঠাতে নূরের ঝলক
দেখলে আর পড়েনা পলক
আত্ম মাঝে ডুব না দিলে যায় কি পাওয়া তার খবর
ও তাই) আঁধার থেকে জন্ম, আবার শেষে অন্ধকার কবর ।।
আত্মতত্ব সত্যে সত্ত যার
অধর চন্দ্র ধরতে সে পায় মূল স্বত্বাধিকার
ও তাই) মণিকোঠায় রেখে নজর করতে হয় সবর ।।
অন্তরাত্মা নিত্য তত্ব লয়
বাহির অন্ধ রইলো কোথায় কোন শাস্ত্রে বিলয়
কোথায়) দিশাবিহীন ঘুরে জামান জাতে হয় অবর ।।
১৯ / ০৫ / ২০১৮