জগৎ জুড়ে ঘুরছে ফকির
কারে ভিক্ষা দেই
দেখেশুনে মনটা বলে
ভিক্ষা দেবার ইচ্ছে নেই ।
আগের দিনে বলতো ফকির
একটা টাকা দিয়া যান
আমি গরিব ইনসান ।
এখন থালা না তুলিয়া
মোবাইল একখান খুলিয়া
টাকা নয় ডলার ভিক্ষা চান ।।


যেমন খুশি নাচিয়া
সুর বেসুরে গাহিয়া
‌যা ইচ্ছা তাই কহিয়া
লাইক কমেন্ট চায়
লক্ষ কোটি কোটি পতি
সব ফকিরের একই মতি
এই সমাজের করে ক্ষতি
সাবস্ক্রাইব চায়,
তাদের সংস্কৃতি নাই
তাদের স্বদেশ প্রীতি নাই
তাদের নিন্দা ভীতি নাই
তারা অনলাইনে ভিক্ষা করে খান ।।


লোক দেখানো খাবার খায়
ট্যাগ করে শেয়ার চায়
ভিউয়ের প্রতি ঝোঁকে তাই
ভাইরাল হতে চায়
ভাইরাল হলে ফলো বাড়ে
এসব করে নজর কাড়ে
গুগল মিয়া ডলার ছাড়ে
ফকির সেটা পায়,
যদি দেখায় কিছু ভালো
তবে সেটাই করো ফলো
জ্বলুক সংস্কৃতির আলো
লাইক শেয়ার কমেন্টে দোষ নাই ।।