আমার /দুই চোখে দুই সমুদ্র তাই  
             সৈকতে এই ভিড় ।
ওরা /    তরঙ্গ-বিভঙ্গ দেখে
            সূর্য ডোবার রঙ্গ দেখে
এমন /  নোনা জলে কেউ বাঁধে না  
            স্বপ্ন সাধের নীড় ।।


            জানে দু’চোখ, জানে
            সাগর দেখার কাব্য-কথার বিলাসিতায়
            শব্দ বোনার মানে  ।
তারা /   কেউ শোনে না কাঁদছে কোথায়
            করুণ স্বরের অবরোহে মীড় ।।


            তবু হৃদয় ভাবে
            স্বজন সুজন হয়তো বা কেউ সে গহীনের
            কান্না খুঁজেই পাবে ।  
যেন /   সেই কারণে দুই চোখে এই
            সাগর ধরার বাসনা নিবিড় ।।
------ মোহাম্মদ রফিকউজ্জামান  // ১৬/ ০১/ ২০০২২
       [ সামান্য কিছু পরিবর্তন করলাম ]