ভালোবাসার নষ্ট সময়
বুকে ধরে কষ্ট পেলাম আমি
অনেক হলো এবার তবে থামি ।।


অনেক সময় লাগবে এসব ভুলতে
অনেক রক্ত ঝরবে বুকে
স্মৃতির কাঁটা তুলতে
তবু) ঝরা ফুলের রেখে যাওয়া
সুগন্ধটাই দামী ।।


নিজের দোষে শাস্তি পাবার জন্যে
আমাকেই তো কাঁদতে হবে
কাঁদবে কেন অন্যে
জানি) একেই বলে কাঁচা মনের
দুরন্ত পাগলামী ।।