কী আনন্দে রেখেছো আমায়
দড়ি-কাছি বেঁধে দিয়ে আমার হাতে পায় ।।
পড়শী কি ছেড়েছো পাড়া
ডাকলে কেন পাইনা সাড়া
পড়ে আছি তোমায় ছাড়া, নিত্য বয়ে দায় ।।
সাঁইগো তুমি জানতে না-কি - জগতের জাগতিক ফাঁকি ?
নিয়ে বড়ই ক্ষুদ্র সাধন
বাঁধবো তারে কিসের বাঁধন
নাই হায়া যার অনাচারে – নাই কোনো যার ঢাকাঢাকি ।
ইচ্ছে কী তা তুমি জানো
মধ্যে কেন দীনকে টানো
টানে এসে জামান ঘোরে, মধ্য দরিয়ায় ।।
০৩/ ০২/ ২০১৯