আমার খোপায় মানায় বলে সদ্য-ফোটা গোলাপ ছিড়ে আনলে
ছিড়লে সে ফুল যে গাছ থেকে তার ব্যথা কি জানলে ?।


দোষ কি ছিলো শূন্যহাতে পূর্ণ মনেই এলে
প্রেম কি কোনো অন্য কিছু দিলেই তবে মেলে?
মন খুশী হয় অনুরাগেই মনের কথা মানলে ।।


কাউকে খুশী করতে কাউকে কষ্ট দেয়া নয়,
প্রেমের কথার ফুলঝুরিতেই হৃদয় গোলাপ হয় ।


ফুলঝুরিতে মিথ্যে কিছু বলবে না তাই বলে
ফুল না ফুটে ফুটবে কাঁটা তেমন কিছু হলে ।
বুঝবো তখন ভালোবাসায় নিজেই ইতি টানলে ।।


০৭ / ১০ / ২০১৭