আমার নাকি হাব ভালো না ভাব ভালো না,
বৈঠকেতে ভদ্দরেরা এমন কথা কন এসে।
আবার দেখি তাদেরই কেউ
একলা পেলে দাঁড়াতে চান গায়ের সাথে গা ঘেঁষে,
মনে মনে মরি আমি তাই হেসে ।।


তখন দেখি বোঝাতে চান
ওসব কথা তাঁর কথা নয়,
দশের সাথে বসলে পরে
এক সুরে সুর মেলাতে হয়।
সত্য নাকি, আমার রূপের ঢেউয়েই তিনি যান ভেসে,
মনে মনে মরি আমি তাই হেসে ।।


মুখোশ দিয়ে লুকানো মুখ
সমাজ চলে সেই আড়ালেই,
মনের হাসি মরলো কত
তার কোনো আর ঠিকানা নেই।
শান্তি নাকি তাতেই সবার তাতেই নাকি সুখ মেশে,
মনে মনে মরি আমি তাই হেসে ।।


১৯ / ১১ / ২০১৮