উনিশশ' আটচল্লিশে শুরু তারপর থেকে রক্তপিছল পথ
বাহান্নে এসে পূর্ণ হয়েছে ভাষার জন্যে প্রথম করা শপথ
রক্তেরি পথ বেয়ে ----
আমরা হেটেছি জাতিসত্তার মুক্তির গান গেয়ে ।।
বেণিয়া ব্রিটিশ সরিয়ে চেপেছে শোষক পাকিস্তানী
আমরা চাইনি, চাইনি কখনো প্রভূ বদলের গ্লানি
তাই তো লড়াই, লড়াই চলেছে
বুকের রক্ত ছলকে বলেছে
স্বাধীনতা ছাড়া থামবে না জাতি আর কোনো কিছু পেয়ে ।।
স্বাধীন হয়েছে দেশ
জাতিসত্তার সংগ্রাম তবু এখনো হয়নি শেষ ।
বিদেশী সরিয়ে কে চেয়েছে কবে শোষক স্বদেশী প্রভূ
আমরা চাইনা, চায় না জনতা, শত চেনা হোক তবু
একটি স্বদেশ, স্বাধীন পতাকা
কোথায় রইবে কার নামে আঁকা
জনতাকে ছাড়া আর কোনো কিছু দেখবো না চেয়ে চেয়ে ।।
১৫ / ১২ / ২০১৭