কে আর শোনে আঁধার রাতের কান্না
শিশিরকণা সবাই দেখে ভোরে,
রাত কেঁদেছে, বুঝবে কেমন করে ?।
বিফল কান্না, তবুও রাত কাঁদে।
সেই বোঝে যার বুকের ভিতর
গ্রহণ লাগে চাঁদে ।
শিশির যে তার বুক থেকে যায় ঝরে ।।
চোখের কান্না সবার চোখেই পড়ে।
কেউ দেখে না হৃদয় কখন
ব্যথার বাষ্পে অদৃশ্য মেঘ গড়ে ।
অনেক ঝঞ্ঝা পেরিয়ে যার বাঁচা,
গান বাঁধে তার আপন গোপন
পাঁজর ঘেরা খাঁচা ।
সে গান যে গায় প্রাণ কাঁদে তার স্বরে ।।
---- মোহাম্মদ রফিকউজ্জামান // ২০/ ১২/ ২০২০