বাংলা গজল
---------------
সর্বনাশের আর কী বাকি – থেমে আছো কোন কারণে
দহন-জ্বালাও তুচ্ছ না-কি – থেমে আছো কোন কারণে !
পান-পেয়ালা শূন্যে তুলে তোমার দিকেই চেয়ে আছি
আরো জহর দাও না সাকী – থেমে আছো কোন কারণে !!
পায়েল থেকে ছিটকে আসা মতির দানা চাই না আমি
ঘৃণা দিতেও দিচ্ছো ফাঁকি – থেমে আছো কোন কারণে !!
মরণ-কাঁটা বিঁধছে যতোই, খুন-এ-জিগর দেখতে গিয়ে
তোমার হাসির চিত্র আঁকি – থেমে আছো কোন কারণে !!
আসে যে-জন, সে তো যাবেই, যাবার সাথী আর কে আছে ?
প্রতি শ্বাসেই তাই তো ডাকি – থেমে আছো কোন কারণে !!
------- মোহাম্মদ রফিকউজ্জামান // ০৫/ ০১/ ২০২৪