আমাকে দেখার সেই চোখ তোমার কই গো ??
সেই চোখের আগুন ধরবো বলে গোলাপ হয়ে রই গো ।।


কথা দিলাম আর তো আড়াল করবো না
ছুঁয়ে দিলেই ঝরবো না,
মরবো লাজে, আমি তেমন লজ্জাবতী নই গো ।।


আমি নাহয় তৃষ্ণা মেঘের বৃষ্টিতে
ভিজে গেলাম দৃষ্টিতে,
দোষ কি বলো যদি তেমন পদ্ম আমি হই গো ।।