অন্তরে মন্তর না খুঁজে
মন্তরে তুই অন্তর খুঁজিস
না পাওয়া ধন রাখতে ঢেকে
কাকের মতো চক্ষু বুজিস ।।


গোলাতে বীজ রইলো গোপন
করলি রে আগাছা রোপন
বীজতলা হয় স্বভাব-কোপন,
কোন থানে তুই কারে পূজিস ।।


হতবুদ্ধির সুদ্ধি কি হয় অক্ষর ঘেটে ঘেটে
পঞ্চ প্রকার অবিদ্যাতে
জাবর কাটিস জিহ্বা দাঁতে
ক্ষুৎ-পিপাসার বিধান নিয়েই জীবন গেলো কেটে ।


না চিনে মূল রইলো কোথায়
ডুবলি হাজা-মজা প্রথায়
তাই জামান কয়, পচন মোথায়
হয়না ফসল যতোই গুঁজিস ।।


১৪ / ০২ / ২০১৮