কতো নিয়ম ভঙ্গ হলো – অনিয়মে রঙ্গ হলো
শুদ্ধি ছাড়াই সঙ্গ হলো – শুধুই অঙ্গে অঙ্গ হলো
এই ভাবে আসঙ্গ হলো যার
কেমন করে পাবে সে উদ্ধার ?।
ভাবছে দেহে ঘুরতে ফিরতে
পৌঁছে যাবে সর্ব তীর্থে ।
বাঁধন কোষে ঘিরতে ঘিরতে
কাম-জ্বালা ভুজঙ্গ হলো যার
কেমন করে পাবে সে উদ্ধার ?।
প্রেম না জেনে যার আসক্তি
তার পরাণে রয় না ভক্তি ।
কোথায় পাবে পূর্ণ শক্তি
মন মতি উলঙ্গ হলো যার
কেমন করে পাবে সে উদ্ধার ?।
প্রেম গুরু যা দেয় না দীক্ষা
তাই ধরে কি হয় সুশিক্ষা ?
জামান বলে সেই প্রতীক্ষা
ভুল করে পতঙ্গ হলো যার
কেমন করে পাবে সে উদ্ধার ?।
০৪ / ০৪ / ২০১৮