তোমার পথে ঘুরছি জনমভোরে  
  তুমি/   চোখের সামনে পথ দিয়েছো
           শেষ রেখেছো আড়াল ক’রে
পথের/ শেষ রেখেছো আড়াল ক’রে ।।


             হাতের কাছে আছো ভেবে
             যতোই বাড়াই হাত
             দিন কেটে যায় শূন্য হাতে
             যায় যে কেটে রাত ।
তুমি /    চমক দিয়ে – চোখ ধাঁধিয়ে
             যাও যে কোথায় সরে  !!


             প্রাণের মাঝে পাবো জেনে
             খুলেই রাখি প্রাণ
             এই বুঝি এই বক্ষে এলে
             পাই যেন সে ঘ্রাণ ।
তুমি /    সে ঘ্রাণ দিয়ে – দাও ভুলিয়ে
             রাখতে তোমায় ধরে ।।
--------- মোহাম্মদ রফিকউজ্জামান
সুর ঃ- খোন্দকার নূরুল আলম  
শিল্পীঃ-  লীনু বিল্লাহ
[ ১৯৮০’র দশকের প্রথম দিকের গান ]