চোখকে না কাঁদিয়েই মনকে যে
কতবার কাঁদালাম,
কেউ বুঝলো না
কেউ করলো সুনাম
কেউ দিলো বদনাম।।


কেউ দেখলো না বয়ে গেলে ঝড়,
যে গাছ ভাঙে না তারও নড়ে যায় কতটা শিকড়।
যে নদী ভাঙে না কূল
নিজের অন্তর তার ক্ষয় হয়ে যায় অবিরাম।।


কেউ শুনলো না ছিঁড়ে গেলে সুর,
বুকের ভেতরে বাঁজে রাধিকার অধীর নূপুর।
যে কথা থেমেছে তার
নিরব ব্যথার ভার চায় কি দারুণ পরিণাম।।