কখনো কখনো মন
কাঁদতেও বড় ভালোবাসে
জীবন এমনি হয়
শুধু হাসি খুশী নয়
কান্না হয়েও গান আসে ।।
কাঁদতে পারার সুখ
বোঝে না সবাই,
কেঁদে কেঁদে কখন যে
নদী হয়ে যাই
সে তো) বোঝে না সবাই।
আমার চোখের জলে
আমারি দু'কূল যেন ভাসে ।।
ধুয়ে যায় বুক ভরা দুঃখ
সুখের সে অনুভূতি
মুছে দেয় স্মৃতি-শ্রুতি
এতোটা গভীর সে যে
এতোটাই সূক্ষ্ম ।
মন তো মরণ চায়
আপন মনেই
সে মরণে যে সুখ তা
কোনো গানে নেই
আছে) আপন মনেই ।
সে সুর নিজেই বেজে
আমাকে কাঁদায় অনায়াসে ।।