আগুনের ফুল মালায় গেঁথেছি, ফুলে ফুলে তাই ফুলকি,
এর সাথে ভালো মানাবে আমার ঘন কালো এলো চুল কি !!
কালো চিকুরের পটের উপরে
ফুলকির নাচ সারা রাত ধরে
এমন প্রেমের দহনে পুড়বো, সে আমার কোনো ভুল কি !!
সাধ করেই তো খেলেছি মালার খেলা
একটু জ্বালায় যায় কি তা খুলে ফেলা ?
জ্বালা ছাড়া কার প্রেমের সাধনা
অন্তরময় হয়ে যায় সোনা ?
নিজের হৃদয় জ্বালানো সত্যে আমি তার পাবো কূল কি ?।
২৭ - ২৯ / ০৮ / ২০১৭