তোমার জন্য সবুজ শ্যামায় বনে হাসে ফুল
নিজের হয়ে পদ্মা মেঘনা স্রোতে গড়ায় কূল
তোমার জন্য পাখপাখালি কণ্ঠে ধরে গান
তুমি বন্ধু,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান


দূর দেশেতে জানতে চাইলে সবার আগে বাগে
কন্ঠে আমার বিশ্ব লোকে বাংলাদেশ নাম জাগে
দেশটা আমার নিজের হতে যার ছিল সে অবদান


তোমার জন্য কলমি লতা,শাপলা শালুক ফোটে
গান গেয়ে যায় বনের,পাখি গান গেয়ে যায় ঠোঁটে
তোমার জন্য ফুল ফসলে ভরে উঠলো মাঠ,
খুঁজে পায় ঐ পথের পথিক খুঁজে পায় পথঘাট
আপন মনে ফেরে বাড়ি মুক্ত মনে চলমান।


তোমার জন্য নিজ জাতিতে এক পতাকা উড়ে
উঠে ছন্দ সোনার বাংলার কবির লেখা সুরে
সর্ব কালের স্রেষ্ট মানুষ বাংলার বুকে বহমান....