আমার একটা কথা আছে বনের কাছে
এই আঁচলে চিরকালই থাকুক সবুজ
এই সবুজে ভালো লেগে হৃদয় ভরুক


এমন একটা নীল আকাশ ঐ কোথায় থাকে
কোথায় ক্ষণে রঙ বদলের ছবি আঁকে
এই ছবিটি চিরকালে চোখে পরুক।


পাখির গলায় কণ্ঠ ছড়ায় শ্যামার হাতে
গ্রীষ্ম বর্ষা শরৎ শেষেই চঞ্চলাতে
ভরা ভরা মেঘনার পলির মাটির অতি
গাছগাছড়ারায় ফুলে উপর প্রজাপতি
এমন ছবি অন্তত কাল হয়ে ধরূক।