নিয়মাবলি

গানের পাতা ডটকম-এ প্রকাশিত যেকোনো গানের কবিতা, আলোচনামূলক লেখা কিংবা মন্তব্যের পুরো কপিরাইট ও দায়ভার এর লেখকের, গানের পাতা কর্তৃপক্ষের নয়। এই ওয়েবসাইটে যে-কোনোরকম লেখা প্রকাশের ক্ষেত্রে নিচের নিয়মাবলি অবশ্যই মেনে চলতে হবে।


(ক) সব ক্ষেত্রে প্রযোজ্য


১. গানের কবিতা, আলোচনা ও মন্তব্যসহ যেকোনো লেখাই মার্জিত হতে হবে।


২. কোনোরকম সাম্প্রদায়িকতা, ব্যক্তিগত আক্রমণ কিংবা উস্কানিমূলক বক্তব্য প্রকাশ করা যাবে না।


৩. গালাগালি কিংবা অশালীন শব্দের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ।


৪. যেকোনো ধর্ম, জাতীয়তাবোধ কিংবা সামাজিক মূল্যবোধে আঘাত হেনে কিছু বলা যাবে না।


৫. গানের কবিতায় কিংবা আলোচনায় সংবেদনশীল যেকোনো বিষয়ে বক্তব্য উপস্থাপনে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, যেন তা কোনোরকম বিতর্কের উদ্রেক না করে।


৬. নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা করা যাবে না।


৭. দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ কিংবা অন্যান্য জাতীয় চেতনার পরিপন্থী কোনো বক্তব্য রাখা যাবে না।


৮. কপিরাইট আইন মেনে চলতে হবে। লেখা কোনোভাবেই অন্য কারো লেখার পুরোপুরি কিংবা আংশিক কপি হওয়া চলবে না। লেখার মূল বক্তব্য অবশ্যই লেখকের নিজস্ব হতে হবে।


৯. পর্ণোগ্রাফি কিংবা যৌনতা-বিষয়ক যেকোনো লেখা এখানে পুরোপুরি নিষিদ্ধ।


১০. পুরোপুরি বিজ্ঞাপনমূলক কোনো লেখা প্রকাশ করা যাবে না।


১১. গানের কবিতা কিংবা অন্য যেকোনো লেখার কপি নিজের কাছে রেখে তারপর এখানে প্রকাশ করবেন। এখানে প্রকাশিত কবিতা বা লেখা সবসময় সংরক্ষণ করতে পারার কোনো নিশ্চয়তা আমরা দিচ্ছি না।  কোনো কারণে ওয়েবসাইট থেকে আপনার গীতিকবিতা বা লেখা মুছে গেলে তার দায়ভার কর্তৃপক্ষ বহন করবে না।


(খ) গানের কবিতা প্রকাশে প্রযোজ্য


১. গানের কবিতা শুধুমাত্র 'গানের কবিতা বিভাগ'-এ প্রকাশ করতে হবে। অন্য কোনো বিভাগে গানের কবিতা প্রকাশ করা হলে দেখামাত্র তা মুছে ফেলা হবে।


২. 'গানের কবিতা' বিভাগে গানের কবিতা ছাড়া অন্য যেকোনো রকম লেখা পেলে তা মুছে ফেলা হবে।


৩. গানের কবিতা হিসেবে বিবেচিত হওয়ার জন্য একটি লেখায় বর্তমান সময়ের শুদ্ধ বাংলা গান রচনার প্রতিষ্ঠিত নিয়মগুলো অনুসরণ করতে হবে। গানের বৈশিষ্ট্য বিবর্জিত কোনো লেখাকে চাইলেই এখানে গানের কবিতা হিসাবে চালিয়ে দেয়া যাবে না।


৪. কোনো সদস্য শুধুমাত্র তার স্বরচিত গানের কবিতা প্রকাশ করতে পারবেন। অন্যের রচিত গানের কবিতা নিজের নামে এখানে প্রকাশ করা হলে প্রমাণসাপেক্ষে সদস্যের পুরো অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হবে।


৫. গানের কবিতার বিষয়বস্তু নির্বাচনের পূর্ণ স্বাধীনতা লেখকের আছে। তবে যেকোনো বিষয়বস্তুর ওপর লেখা কবিতা এখানে প্রকাশের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। এই ওয়েবসাইট সব বয়সের সব পাঠকের জন্য উন্মুক্ত। তাই অপ্রাপ্তবয়স্কদের জন্য অনুপযোগী বিষয়বস্তুর ওপর লেখা কোনো গানের কবিতা এখানে প্রকাশ করা যাবে না।


৬. গানের কবিতায় অশালীন বা আপত্তিকর কোনো বক্তব্য বা শব্দ থাকলে তা সরাসরি নিষিদ্ধ করা হবে।


৭. গানের কবিতাটি যদি ইতোমধ্যে কোনো বইয়ে প্রকাশিত হয়ে থাকে, তবে গানের কবিতাটি যোগ করার বা সম্পাদনার পাতা থেকে এর সাথে বইটির নাম যোগ করে দেয়া যাবে।


(গ) আলোচনা বিভাগে প্রযোজ্য


১. আলোচনা বিভাগে কোনো গানের কবিতা প্রকাশ করা যাবে না। গানের কবিতা শুধুমাত্র 'গানের কবিতা' বিভাগে প্রকাশ করতে হবে। 


২. আলোচনা বিভাগে প্রকাশিত লেখা অবশ্যই গীতিকবি কিংবা গানের কবিতার সাথে জড়িত আলোচনামূলক লেখা, কিংবা এই ওয়েবসাইটের সাথে প্রাসঙ্গিক হতে হবে।


৩. যেসব বিষয়ে এখানে লেখা প্রকাশ করতে পারেন: আপনার গীতিকবিতা লেখার নানা অভিজ্ঞতা, অন্যান্য গীতিকবিদের পরিচিতি, লেখার বৈশিষ্ট্য ও প্রকাশিত বইসমূহ নিয়ে আলোচনা, গানের কবিতা লেখার ওপর মতামত ভিত্তিক কিংবা শিক্ষামূলক লেখা, বাংলা গান ও সাহিত্যের সাথে জড়িত সমসাময়িক ঘটনা, খ্যাতিমান কোনো গীতিকবি কিংবা তাদের কোনো গানের কবিতার ওপর গবেষণামূলক বা মতামত ভিত্তিক লেখা, এই ওয়েবসাইটের কোনো ফিচার বা পদ্ধতি নিয়ে পরামর্শমূলক কোনো লেখা, ইত্যাদি।


৪. লেখার মূল বক্তব্য লেখকের নিজস্ব হতে হবে। তবে লেখায় প্রাসঙ্গিক ভাবে যদি অন্য কারও লেখার কিছু অংশ উল্লেখ করা হয়, তাহলে লেখার নিচে অবশ্যই তার উৎস উল্লেখ করতে হবে।


৫. আলোচনা বিভাগে গীতিকবি হিসেবে আপনার নিজের অথবা আপনার রচিত কোনো গানের কবিতার সমালোচনামূলক লেখা আপনি নিজে প্রকাশ করতে পারবেন না।


(ঘ) মন্তব্য প্রকাশে প্রযোজ্য


১. অন্যের লেখায় শুধুমাত্র "ভালো লেগেছে" টাইপের মন্তব্য না-করে লেখার সাথে প্রাসঙ্গিক ও অর্থবহ মন্তব্য করুন।


২. প্রয়োজন ছাড়া প্রসঙ্গের বাইরে গিয়ে উত্তর বা প্রতি-উত্তরের মাধ্যমে কোনো লেখায় আড্ডা শুরু করবেন না।


৩. একই মন্তব্য কপি করে (কিংবা টাইপ করে) অন্যের একাধিক লেখায় প্রকাশ করতে দেয়া হয় না। তবে আপনি আপনার নিজের যেকোনো লেখায় অন্যের মন্তব্যের প্রতি-উত্তরে ধন্যবাদ জ্ঞাপনসূচক একই মন্তব্য কপি করে দিতে পারেন।


৪. একই মন্তব্য কপি করে একাধিক গানের কবিতা ও লেখায় প্রকাশ করতে গেলে প্রকাশের পরিবর্তে সতর্কবার্তা দেখানো হয়। এই বার্তা দেখার পরও কেউ যদি বারবার একই মন্তব্য প্রকাশের চেষ্টা করতে থাকেন, তবে দশবারের অধিক চেষ্টা করা হলে স্বয়ংক্রিয়ভাবে তার মন্তব্য করার ক্ষমতা ১ দিনের জন্য নিষিদ্ধ করে দেয়া হয়।


৫. সদস্য ছাড়া অন্য কেউ কোনো গানের কবিতা বা লেখায় মন্তব্য করলে তা সরাসরি প্রকাশ করা হয় না। আপনার গানের কবিতা/লেখায় এমন মন্তব্য এলে তার নিচে "প্রকাশ করুন" নামের লিঙ্কে ক্লিক করে তা আপনি প্রকাশ করতে পারবেন। তবে মন্তব্যটি যদি গানের কবিতা/লেখাটির ওপর না হয় এবং বিতর্কমূলক কিংবা অপ্রাসঙ্গিক কোনো বিষয়ে হয়ে থাকে, তবে মন্তব্যের নিচে "মুছে ফেলুন" লিঙ্কে ক্লিক করে তা মুছে ফেলতে হবে। তা না হলে মন্তব্যকে কেন্দ্র করে যদি কোনো বিতর্ক কিংবা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয় তবে তার দায়ভার মন্তব্য প্রকাশকারীর ওপরও বর্তাবে।


(ঙ) আড্ডাঘরে আড্ডা দেয়ার ক্ষেত্রে প্রযোজ্য


১. প্রতিবার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করুন।


২. শুধুমাত্র নির্দিষ্ট কারো সাথে ব্যক্তিগত আলাপচারিতার জন্য আড্ডাঘর ব্যবহার করবেন না।


৩. আড্ডার বার্তালাপ উল্লেখিত বিষয়ের সাথে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করুন।


৪. আড্ডায় কোনো বিষয়ে বিতর্কের আবহ সৃষ্টি হলে বিতর্কের বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকুন।


৫. অনর্থক বিতর্ক সৃষ্টিকারীর বার্তার উত্তর দেয়া থেকে বিরত থাকুন।


৬. যেকেউ আপত্তিকর কিছু বলে থাকলে তার লেখার অংশটুকু কপি করে আমাদের ইমেইলে প্রেরণ করুন।


(চ) বই যোগ করার ক্ষেত্রে প্রযোজ্য


১. এখানে শুধুমাত্র গানের কবিতার বই যোগ  করতে হবে। গানের কবিতা, গীতিকবি, গানের রচনাকৌশল কিংবা গানের সাথে প্রাসঙ্গিক নয় এমন যেকোনো বই এখানে যোগ করা নিষিদ্ধ।


২. বইটিতে অবশ্যই আপনার নিজস্ব লেখা থাকতে হবে।


৩. বইটি অবশ্যই বাস্তবে প্রকাশিত হয়েছে এমন বই হতে হবে। এটি মূলত কাগজের মুদ্রণে প্রকাশিত বই হতে হবে। তবে শর্তসাপেক্ষে অনলাইনে পিডিএফ বই হিসেবে প্রকাশিত বইও যোগ করতে পারবেন।


৪. কাগজে মুদ্রণে প্রকাশিত বইয়ের ক্ষেত্রে বইয়ের নামের সাথে প্রকাশনীর নাম, সম্পাদকের নাম ও প্রচ্ছদের ছবি দেয়া বাধ্যতামূলক।


৫. পিডিএফ বই হলে পিডিএফ ফাইলটি ডাউনলোডের লিঙ্ক অবশ্যই দিতে হবে। এটি বিনামূল্যে বিতরণযোগ্য হতে হবে।


(ছ) সদস্যের অ্যাকাউন্ট প্রসঙ্গে


১. একজন ব্যক্তির এখানে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট থাকাই বাঞ্ছনীয়। তবে, যদি কোনো কারণে একাধিক আইডি রাখার প্রয়োজনীয়তা অনুভব করে থাকেন কেউ, তবে আমাদের অনুমতি সাপেক্ষে আমাদের জানিয়েই কেবল তা করতে হবে।


২. একই কম্পিউটার থেকে একাধিক নামে কেউ লগইন করে থাকলে তা মনিটর করার ব্যবস্থা যোগ করা আছে এই ওয়েবসাইটে। যদি দেখা যায় একই কম্পিউটার থেকে লগইন করে একাধিক নামে কেউ এখানে কোনো বিতর্কে উস্কানি দিচ্ছেন বা গানের পাতার পরিবেশ অস্থিতিশীল করায় ভূমিকা রাখছেন, তবে সব ক'টি আইডিই নিষিদ্ধ করা হবে।


৩. ছদ্মনামে অ্যাকাউন্ট তৈরি করা এখানে নিষিদ্ধ না-হলেও ছদ্মনামটি অর্থবহ ও পরিমার্জিত হতে হবে। আপত্তিকর নামে কেউ এখানে অ্যাকাউন্ট তৈরি করলে প্রথমে তাকে এব্যাপারে সতর্ক করা হবে। তার কিছুদিনের মধ্যেও নামটির পরিবর্তন না-করলে অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হবে।


উপরোক্ত নিয়মাবলির বাইরেও ওয়েবসাইটের নীতি ও লক্ষ্যের সাথে সাংঘর্ষিক মনে হলে প্রয়োজন সাপেক্ষে গানের পাতা কর্তৃপক্ষ যেকোনো লেখা বা সদস্যের অ্যাকাউন্ট নিষিদ্ধ করার অধিকার রাখে। পাশাপাশি প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী এখানে উল্লেখিত নীতিসমূহের যেকোনোরকম পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করার ক্ষমতাও গানের পাতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

শেয়ার করুন: