এই মেঘনার উত্তাল নদী বয়ে বয়ে চলে
দেখেই কেমন আঁতকে উঠি টেউয়ের খেলা জলে
কি দুঃসাহস জেলে নৌকা স্রোতে নিয়ে ভাসে,


এপার থেকে ওপার তাকাই যায় না দেখা আর
মাঝখানে সব দুঃদুসা ময় শেষ মনেহয় তার
প্রশ্ন করি? হারিয়ে গিয়ে কেমনে ফিরে আসে।


দেখলে যেন বুকটা কাঁপে এমন নদীর স্রোত
কূল হারিয়ে চলতে দেখে হয়ে যাই নির্বোধ
এমন নদীর কূল কিনারা নাইরে চোখে পাই
জীবিকাতে ওদের বুঝি ভয়ের কিছু নাই
হয়তো ঝাঁকের মাছটি পেলে মুখটি ভরে হাসে।