শ্যামার পল্লীর ছোঁয়া এই বাংলাদেশে
এই সরলে সকলি আমাদের বর্ণ
কেড়েছে অনেক প্রাণ মুক্তিরই জন্য
সেই শহীদের আজ বিনম্র সম্মান।
সেই চেতনায়


এখন নবীন গোষ্ঠী দেখেনি তো যুদ্ধ,
নির্মম ঘটনা শুনে হয় বাকরুদ্ধ।
যাদের প্রাণের মূল্যে বিজয়ের গান।
যখন বাজায়
দেশটা এগিয়ে যাবে উন্নতির ফলে
স্বাধীনতার চেতনা সেই মনোবলে
শহীদের আত্মত্যাগ অটুটের পন
বিশ্বেই দেখবে হাসি পরিচয়ে মন
বাঙালি বীরের জাতি এটাই প্রমাণ
দেখেছে তোমায়


সুজলা সুফলা দেশ এই বাংলাদেশ
কণায় মিশে রয়েছে রক্ত মাখা জয়
সততা আর মহৎ উদ্দেশ্য প্রণয়
নবীন ধরবে হাল করি আহ্বান।
সেই চেতনায়