নতুন হতে আমার যেন ভালো লাগে
নতুনে সাথে‌ মিশতে যেন ভালো লাগে
নতুনের মাঝে দেখি জীবনের ছন্দ ।


তাইতো খুঁজেছি আমি যদি ফিরে পাই
যেথা জীবনের স্বচ্ছ দুঃখ‌‌ কিছু নাই
আমার মাজারে আসে শৈশবে অনিন্দ্য।


পথের ক্লান্ত দেহের চলতে চলতে
যেখানে নিজেকে ভোলা সবটা বলতে
আবার খুঁছেছি আমি নতুনের পথ
আমার মাঝে রয়েছে আত্মার শপথ।
জঞ্জালের মাঝে দেখি পথ চলা বন্ধ।