আকাশ বদলে যায়, মেঘের ছায়ায়
নীলকে হারিয়ে যেন, ঘুরে ফিরে পায়
নদীও বদলে গেছে ,জোয়ার ভাটায়
তুমি কি? বদলে গিয়ে, ভুলেছো আমায়।


প্রকৃতির অপরূপ ,ফিরে ফিরে আসে
চোখের উপরে যেন, বার বার ভাসে
আমিও হারিয়ে গেছি ,চোখের খরায়!!।


আকাশের রং যদি, আবারও ফিরে;
ভাটা শেষে আবারও, জোয়ারেই ঘিরে..
আমি কেন তাহলেই ,পাইনা যেহায়;
ফিরে ফিরে দেখে আমি, দেখিনা তোমায়।
বেদনার ঝর্না ঝরে, না দেখে তোমায়!।