সবুজের পাাশে মেঘনার ঢেউ তার সাথে মিলে
তরুলতা ঘাসে থাকা এক ছবি,
এই ছবি কেনো শিল্পীর মনে দেখলেই পরে মেটায় পিপাসা।


চোখ হারা নদী পাখিদের ঝাঁকে করে হাতছানি
জেলে নৌকা নিয়া যেই পরে থাকে লয় টানাটানি
ঢেউ আর জলে নদীর খাতিরে খেলে তার পাশা।


পথ ধরা ক্ষেতে রঙ মাখা মাখি নেই ক্লান্তে
ফসলের রঙে চারদিক আঁকি।
আঁকা বাকা পথে পথ টানা মনে ছোটা দিগন্তে
চাষাদের চাষে চোখ নামা ক্ষণে।
এই চাষাদের ফসলের হাসি দেয় ভালবাসা।


বন আর বনে পাখিদের ডাকে কিচিরমিচির
ঘুম ভাঙা ভোরে শুধু লেগে থাকে
শিশিরের জলে পাতার গোসলে করছে ফিকির
যে শিশির নয় বাংলার দোরে  না বলার ভাষা