এই মাঠ ভোলা যাবে না
এই ঘাট ভোলা যাবে না
মাঠে ঘাটে গঞ্জের হাঁট চিরদিনের চিরচেনা


পাখিরা গায় নদীরা বয় আকাশ উড়ে’
নীল সাদা মেঘ তাকিয়ে দেখি কাছে দূরে
এ আকাশ এ বাতাসের ঘ্রাণ হৃদয় দিয়া বড় কেনা


কত রঙের মানুষ দেখি সকাল বিকেল
প্রজাতির পাখা দেখি রঙ মাখা খেল
বৃষ্টি বর্ষায় শীত কুয়াশার তবে খোলো যায়
হেমন্ত আর বসন্ত ওই ধরে পায়ে পায়
প্রেম পুজারি প্রেমের টানে এই বাংলা কে চিনে নে না


মাঠে মাঠে চাষির ফসল হাসি উঠে
বনে বনে গান উঠেছে পাখির  ঠোঁটে ’
এ প্রকৃতির সাথে আমার লেনা দেনা