কুল হারা ওই ঢেউয়ের মাঝে কে দিয়েছে জোড়া
কে কে যাবি ওই পাড়েতে কে আছস ওই তোরা
ঢেউয়ে-ঢেউয়ে পদ্মা নদী বুকে নিয়ে শুধায় যদি
আয়রে তোরা আমার পিঠে নাইরে ভয়ের হেতু
সেই ভয়েরই ডর ভেঙেছে বলে পদ্মা সেতু।


ঘন্টার পরে ঘন্টা থেকে চলছে ফেরি স্লো গতি
মাঝখানে ওই গেলে ফেরি দেখি না আর কূলের যতি
দুকুল বাসির বন্ধন ছেঁড়া মুছলো মনের কেতু।


আয়রে তোরা কে যাবি চল ঐ পাড়েতে যাই
নৌকা ডুবির ফেরি ডুবির এবার যে ভয় নাই
নাইরে নদী উথাল পাতাল ঝড় উঠেছে শোনা
নির্ভয় ঐ যেতে পারি নাইরে সময় গোনা
এত বড় নদীর বুকে জয় বাংলার হেতু।