যদি কোনোদিন দেখা হয়ে যায়
কথা হয়ে যায় বসা হয় কাছাকাছি
তখনো বলবো তাকিয়েই চোখে এত দিন পরে
এখনো তোমার আছি।


প্রথমের সেই ভালোলাগা টুকু
ভুলতে পারে কি হারাতে পারে কি কিছু,
প্রথমের সেই ভালোলাগা যেন
অমলিনে হয়ে ছোটে পুজারির পিছু।
সেই পুজারির তুমি প্রার্থনা হয়ে গেছে মনে
মনের দুয়ারে আছি।


যদি কোনোদিন রাখা হয় হাত
তোমার হাতের একটু আলিঙ্গনে
বহু ব্যাথা শেষে মেঘটা সরিয়ে
ছিলাম তোমার বলব ধরার ক্ষণে।


যদি কোনোদিন পেয়ে যাই কাছে
আবার হলে তো পাশাপাশি একদিন,
কোনো অভিমানে হারাতে দেবনা
দূরত্বে পথ দেব না হতে মলিন।
সেই সুন্দরে পুজারিটা তুমি বলব একাই
চিরদিন কাছাকাছি।