হাল ছেড়ো না মাঠের সৈনিক জয় তোমারই হবে
চেষ্টা চালাও জয়-হবেই আমার এ মন বলছে
জিতবো আমরা মনেপ্রাণে পরিশ্রম যা যায় তবে।


আমরা হলাম বীরের জাতি শির নোয়াবার নয়
জ্বলে পুড়ে ছারখারে ও শেষ আমাদের হয়
একাত্তরে রক্ত প্রাণে পেয়েছি দেশ সবে।
জিতবো আমরা মনেপ্রাণে পরিশ্রম যা যায় তবে।


বলে ব্যাটে লড়াই করো ভয় কিসের হয় বুকে
ষোলো কোটি তাকিয়ে আছে তোমাদের ঐ মুখে
আমরা আছি মনোবলে হবে বাংলার জয়
হাল ছেড়ো না চালাও চেষ্টা হবে হবেই জয়


আমার হলাম বীরের জাতি হার জানিনা তবে।
জিতবো আমরা মনেপ্রাণে পরিশ্রম যা যায় তবে।