নদীরে ও নদী ভাঙিছনা এই আমার বসত ঘর!
জানিস কি তুই, এই ভিটে ছাড়া কিছুই -যে নাই
দোহাই রে ওই ভাঙিছনা এই ভিটেমাটির-ঘর


এই আকাশের ঠাঁয় করে লই জীবন করছি দ্বার
তোর বুকেরই নৌকা বাইয়ে কর্ম করছি পার
করিছনা আর এমনি কাঙাল এমনই যাযাবর


এই সামান্য ঘর ভেঙে তুই দাম হবে কত তার,
ঐ সীমানায় দখলরে তোর দেখতেছি দুদুসার।
এ সংসারে নদীর সমান দুঃখ নিয়েই রই ।
তার মাঝে তুই ভাঙলে বসত কেমন করেই সই।
ঘরের সাথেই আত্মর সাথে  মিলাই জীবন ভর।