গাজী মাজহারুল আনোয়ার

Gazi Mazharul Anwar

গাজী মাজহারুল আনোয়ার
জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৪৩
জন্মস্থান দাউদকান্দি, কুমিল্লা, বাংলাদেশ
মৃত্যু ৪ সেপ্টেম্বর ২০২২

গাজী মাজহারুল আনোয়ার একজন প্রখ্যাত বাঙালি গীতিকার, চলচ্চিত্র নির্মাতা এবং কাহিনীকার। তাঁর জন্ম ব্রিটিশ ভারতের তৎকালীন কুমিল্লা জেলার দাউদকান্দিতে। ১৯৬৪ সালে তাঁর গীতিকার জীবন শুরু হয় এবং এরপর থেকে তিনি পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলা গানের জগতে অবদান রেখেছেন। তিনি প্রায় ২১,০০০ গান লিখেছেন, যার মধ্যে অনেক গান বাংলা চলচ্চিত্রের অংশ হয়ে জনপ্রিয়তা অর্জন করেছে। তাঁর বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে "জয় বাংলা, বাংলার জয়," "একতারা তুই দেশের কথা বল," এবং "একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়।" তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক সম্মাননা লাভ করেছেন। গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম বাংলার সংগীত ও সংস্কৃতিতে এক অনন্য ভূমিকা পালন করেছে।


Lyrics RSS

এখানে গাজী মাজহারুল আনোয়ার-এর ২২৬টি গানের কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
জানি না সে হৃদয়ে কখন এসেছে
আকাশের হাতে আছে একরাশ নীল
গানেরই খাতায় স্বরলিপি লিখে
জয় বাংলা বাংলার জয়
নীল আকাশের নিচে আমি
চোখ যে মনের কথা বলে
এই মন তোমাকে দিলাম
একবার যেতে দে-না আমায়
তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছ
আছেন আমার মোক্তার
সবাই তো ভালবাসা চায়
একতারা তুই দেশের কথা
সুরের ভুবনে আমি আজো পথচারী
বলে দাও মাটির পৃথিবী
সবার জীবনে প্রেম আসে
যদি আমাকে জানতে সাধ হয়
আমি তো বন্ধু মাতাল নই
আমি নিজের মনে নিজেই যেন
আমার মন বলে তুমি আসবে
গীতিময় সেইদিন চিরদিন
আমায় যদি প্রশ্ন করে
ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না
একটি ছোট্ট আশা একটি ছোট্ট বাসা
সালাম পৃথিবী তোমাকে সালাম
প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো
দুনিয়াটা মস্ত বড়
পারি না ভুলে যেতে
তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে
আমি তো আজ ভুলে গেছি সবই
প্রেম যেন মোর গোধুলি বেলার পান্থ পাখির কাকলি
আয়রে আয় ঘুম আয়
তোমার ঐ চোখের বাঁশি বিষের বাঁশি
আমার ছোট্ট ভাইটি মায়ায় ভরা মুখটি
চুল ধইরো না খোঁপা খুলে যাবে
দুটি পাখি একটি ছোট্ট নীড়ে
ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে
মন চায় প্রতিদিন তুমি আমি একদিন
এই পথে পথে আমি একা চলি
তোর রূপ দেখে চোখ ধাধে
চোখের আড়াল হইলে পরে
প্রেমের ঐ মেলাতে লুকোচুরির খেলাতে
ফুল বিনা কোনদিন মালা হয় না
অভিমানী গো কথাটি শোন
গীতিময় এইদিন সেইদিন চিরদিন রবে কি
চোখে যদি চোখ পড়ে যায়
আলো তুমি নিভে যাও
সবুজ বনে যায় না চেনা বনের সবুজ টিয়া
এই জীবন আমি তো আর চাই না
আমি কোথায় বলো কোথায়
অনেক সাধের ময়না আমার
বাবা
হায় হায় প্রেমে পড়লে
মন বলে খুলে গেছে দ্বার
খবরের কাগজে ছাপা তো হবে না
খাতার পাতায় লিখতে এসে
সুচরিতা যেও নাকো কিছুক্ষণ থাকো
নীল নীল নীলাঞ্জনা
ভুলে গেছি সুর
কোন কাননের ফুল গো তুমি
হাত ধরে নিয়ে চলো
কাঁকন কার বাজে রুমঝুম
মাগো তুমি একবার খোকা বলে ডাকো
চিঠি লিখলাম তোমাকে
চলে আমার সাইকেল
সে যে কেন এলো না
তুমি আমার মনের মানুষ
ও পাখি তোর যন্ত্রণা
ওরে ও পরদেশী
প্রথম যেদিন আমি
বিদেশ গিয়া বন্ধু তুমি
বিক্রমপুরে বাপের বাড়ি
এই শহরে আমি যে এক
সুখের দিনেও আমি তোমার
আমি ধন্য হয়েছি ওগো ধন্য
আমার এই মন আমি যারে দিতে চাই
তুমি বড় ভাগ্যবতী
গান নয় জীবন কাহিনী
তুমি যে আমার জীবনের উপহার
সে আমায় চিঠি দিয়েছে
কতটা বছর এই সুখ রবে গো
সাতটি রঙের মাঝে আমি
বন্ধু আমরা তিনজন
জীবনের এই যে রঙিন দিন
রাগ করবার আরো যে কতো
আইছে দামান সাহেব হইয়া
এই চোখ বলেছে
বন্ধু তোর বারাত নিয়া আমি যাবো
কাছে এসো যদি বলো
হয় যদি বদনাম
তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো
ওরে তোর মা জননী
সেই মেয়েটি
অন্তর জ্বালাইয়া নয়ন ভাসাইয়া
ওগো মা তুমি শুধু মা
জীবনটা হয় যদি এমনি সুন্দর
সবাই বলো মা
সুখে থাকো চিরকাল
আমি এক দুরন্ত যাযাবর
মিছে হলো সবই
ওগো মোর মধুমিতা
আলোর গানে ভুবন
ভেঙেছে পিঞ্জর
এক গেরস্তের ঘরে
জীবনের গল্প
আমি কতোদিন কতোরাত ভেবেছি
দিন কাটে যেমন তেমন
তুমি সখা আমার বন্ধু লাগো
শেষ হলো না পত্র লেখা
একটি কথা হয়নি বলা
কেউ তো জানেনা
ধীরে ধীরে চল ঘোড়া
লোকে বলে রাগ নাকি
সে আমার ভালোবাসার আয়না
শুধু একবার বলে যাও
যেওনা যেওনা যেওনা মা
না গো তুমি ছাড়া ভালো লাগেনা
শূন্য হাতে আজ এসেছি
আমাদের এই পৃথিবীটা আজ আনন্দে ঝলমল
তুমি ছিলেনা যখন
ওরে আমার আদরিনী সোহাগিনী বোন
আজ আমার বাঁচতে যে সাধ হয়
কিছু কিছু মন আছে
সোনা চান্দি টাকা পয়সা
ওরে রসিক নাইয়া
ছোট্ট একটি গ্রাম
লেখাপড়া করে যে
আমরা দুই বেচারা
ফুলে বসন্ত আসে রে বার বার
ব্যথা বড় ভালো লাগে
যেজন ভালোবাসে সেতো কাছে ডাকবেই
ভাবী যেন লাজুক লতা
পায়ের মাপ দাও
কিনি কিনি কংকনো
আমার যৌবনের মৌবনে
কে, কে, কে তুমি বলোনা
ওরে প্রেম, কিছু কথা বলে যা
খোঁটা দিলে আমি তোমার মান রাখবো না
যখন তখন বলে কেন মন
ওগো চোখে চোখে চেয়ে থেকো না
তোমার বিরহে প্রিয়
এই আঁকাবাঁকা পথ পেরিয়ে
আজ কেনো মন
রোজ ভাবি লিখবো রোজ নামচা
বিনা তারের টেলিফোনে
ছুঁইয়ো না ছুঁইয়ো না
যে মন ভালোবাসে সেতো কথা বলবে
পথ যেন ফুরাতে না চায়
মান অভিমান সেতো হৃদয়েরই টান
আকাশকে প্রশ্ন করো
পাওয়া না পাওয়ার কুলেতে দাঁড়িয়ে
দেখা নেই দেখা হলো
জানি কবিতার চেয়ে তুমি সুন্দরতম
প্রিয়তমা একা একা চলে যেওনা
এই বাসর প্রদীপ ম্লান হলো যে
ছবি যেন শুধু ছবি নয়
প্রেমে আমার কোন সে বারতা
কে যেন আজ আমার চোখে
কারো আপন হইতে পারলি না অন্তর
যখন আকাশে চাঁদ ওঠে
তুমি যদি বলে দিতে
কিছু বলা যায়না, কিছু শোনা হয়না
লোকে কেন বউরে তালাক
জীবন সাথী তুমি আমার
অনেক পথের শেষে
নতুন আলোর ছোঁয়া লাগে প্রাণে
ঝিরিঝিরি হাওয়া মিটিমিটি তারা
পুরোনো আমাকে খুঁজে
সবারই জীবনে প্রেম আসে একবার
মন প্রজাপতি, যেন পাখনায় রং লেগেছে
মন ছুটে যায় আহারে
নগ্নতার এই প্রদর্শনী
আমার চোখের পাতায় স্বপন নিয়ে
এলেই যখন আরো কিছুক্ষণ
কোনোদিন আমার এ কথাগুলো
না হয় আজকে কিছুক্ষণ মন দিয়ে পড়লে
কী যে ভালো লাগে এই রাতের আকাশ
আঁকাবাঁকা পথে যেতে
বন্ধুরে ও বন্ধুরে
মন দিয়ে মন চাই
বৃহস্পতি আমার এখন তুঙ্গে
ঘুর্ণি চাকায় ঘুরতে জীবন
ও আমার ভালোবাসা ফিরে এসো
বলবো না গো সেই কথাটি
এই কি এসেছে জীবনে প্রথম ফাল্গুনী
ওগো মনোমিতা কিছু বলো আজ
এতদিন পরে কাছে এলে যদি
শত বরষার জল
প্রেম যেন এক ছোট্ট চিঠি
দুটি চোখ কাজলে সাজে না
রাত্রি আহা চাঁদের চোখে কাজল আঁকে
তোমাদের সভায় আমার এ গান
মন নেবে গো মুক্তো মন
তোমারে পেয়েছি আমি
আমায় আর ডেকো না
সুখের এই মরণ ফাঁসি কে দিলো আমায়
আমি সাত সাগর পাড়ি দিয়ে
হাত ভরা চুরি চাই
তুমি কাছে এসো বন্ধু
অনুরাগের গানে গানে
আলোর গানে ভুবন ভরেছে
এই যদি বলি যেতে নাহি দেবো
আমার খুকুমণি
শিল্পী চোখের কল্পনায়
হাজার বছর ধরে
শোনো প্রেমের ভাষা নাই
সুখ দুঃখের সাথী
আমি এক মাস্তানা আমার নাই ঠিকানা
ইচ্ছে করে গল্প করি
পেয়েছি আমি তারে
তোমার রূপের এতো যে আলো
আমি কাঁকন দিয়ে ডেকেছিলেম
কে যেন এলো আমার দ্বারে
পথ তো ফুরিয়ে যাবে
তুমি এতই যদি লাজুকলতা
মন যারে কাছে পেতে চায়
কোথায় হারালো আমার মধুর ফাল্গুনী
ভালোবাসা দিয়ে মোরে
খুলে নে সেই বাজুবন্দ
রাত বলে ওগো তুমি যে আমার
একি কলিকাল যার বুঝিনা হালচাল
আমার মায়া ডোরে বাঁধা ও মন
হৃদয় দু'চোখ মেলে
সাত রাজার ধন দাদু আমার
আজি হলো শুক্রবার কথা ছিলো চিঠি লেখার
ওরে মায়ের চেয়ে বড় কেহ নাই যে দুনিয়ায়
এই কোথাও আঁধার এই কোথাও আলো

    This is the profile page of Gazi Mazharul Anwar. You'll find a list of Bangla song lyrics of Gazi Mazharul Anwar on this page.