আমার ছোট্ট ভাইটি মায়ায় ভরা মুখটি
লেখাপড়া শিখে তুমি অনেক বড় হবে
ধন্য ছেলে বলবে তোমায় তখন জেনো সবে ।।


হাইকোর্টের ঐ জজ-ব্যারিষ্টার হবে আমার ভাই
সত্য ন্যায়ের পথ ধরে চলবে যে সদাই ।
ছোট বড় সবাইকে যে বুকে টেনে লবে
ধন্য ছেলে বলবে তোমায় তখন জেনো সবে ।।


বাবার আদর ভায়ের স্নেহ নাই বা পেলে হায়
সাহস নিয়ে এগিয়ে চলো ভয়ের কিছু নাই ।
বোনটি তোমার সুখে দুঃখে সাথে সাথে রবে
বিপদ যদি আসে কভু মাথা পেতে নেবে ।।