চোখের আড়াল হইলে পরে
যেই পিড়িতির ধরে ক্ষয়
এই পিড়িতি সেই পিড়িতি নয়।।


দেখা দেয় না কথা কয় না
খোজ খবর ঠিকই লয়
এই পিড়িতি সেই পিড়িতি কয়।।


পন্ডিত মরে ত্বত্ত নিয়া।
মুর্খ মরে তর্ক নিয়া
জ্ঞানি গুণী চিন্তায় মরে
তবে বাঁচে কে
আরে সেই তো বাঁচে হাই সেই তো বাঁচে
অন্তরে যার তার পিড়িতের বসত রয়
এই পিড়িতি সেই পিড়িতি কয়।।


শিশু খোজে আদর যতন। (হায়রে)
প্রেমিক খোজে প্রেমিকার মন
ধনী খোজে সাত রাজার ধন
তবে পাইলো কে
আরে সেই তো পাইলো। (হাই)
মন দিয়া মনকে যে করলো জয়
এই পিড়িতি সেই পিড়িতি কয়।।