আলো তুমি নিভে যাও, যাও
রাত আঁধার হয়ে যাও, যাও
প্রিয়ের কপোল চুমে বলবো কথা
একটু সময় মোরে দাও ।।


প্রেমেরই কাজলে লিখেছো না বলা কাহিনী নয়নে
তুমি যে অলক্ষ্যে বেধেছো আমারে অচেনা স্বপনে
সে স্বপন ভেঙ্গে যেন যায় না কো আর
চিরদিন হয়ে থেকো তুমি আমার
বন্ধু তুমি ঘুম যাও, যাও
হাজার বছর ঘুম যাও, যাও
তোমার কপোল চুমে বলবো কথা
একটু সময় মোরে দাও ।।
বন্ধু তুমি ঘুম যাও, যাও
হাজার বছর ঘুম যাও


তোমাকে দেবো না হারাতে আঁচলে জড়িয়ে নিবো যে
মরণের সীমানা পেরিয়ে জীবনের কোলেতে যাবো যে
সে কূলে দুজনার হবে ছোট ঘর
মধুময় গানে গানে কাটবে প্রহর
প্রেমের ছায়ায় ডেকে নাও, নাও
আরো আপন করে নাও, নাও
তোমার কপোল চুমে বলবো কথা
সেই সে জীবন মোরে দাও ।।
আলো তুমি নিভে যাও, যাও
রাত আঁধার হয়ে যাও, যাও