চুল ধইরো না খোঁপা খুলে যাবে হে নাগর ।
আওলা কেশে পাগল বেশে কেমনে যাবো ঘর!!


হাত ধইরো না চুড়ি ভেংগে বিঁধলে আমার হাতে
বলবে লোকে কলংকের দাগ কে দিল এ রাতে ।
দোহাই তোমার হাত ছেড়ে দাও লাগে বড় ডর
সোনার অংগে দাগ পড়িলে কেমনে যাবো ঘর ।
হাত ধইরো না চুড়ি ভেংগে যাবে হে নাগর ।।


আঁচল ধরে টান দিও না শাড়ী ছিড়ে গেলে
কেমন করে ঘোমটা দেবো তুমি কাছে এলে?
দোহাই তোমার আঁচল ছাড়ো লাগে বড় ডর
এত রাতে নিলাজ হলে কেমনে যাবো ঘর?
আচল ছাড়ো শাড়ী ছিড়ে যাবে হে নাগর ।।