আয়রে আয় ঘুম আয়
আমার বাপির চোখে নেমে আয় ।।
হায় রে এক দুখিনী মায়ের অশ্রু ভরে যায় ।
নিস্প্রান পথের ধুলায়
দীর্ঘ্য নিশ্বাষ রেখে যায়, আয় রে ফিরে আয় ।।


ঘুমপরীগো দেবো তোরে
মুক্তো হীরের গয়না গড়ে ।
একটুখানি বসে যাবি দুষ্ট চোখের ছায় ।।


কেউ খুজে পায় কেউ বা না পায়,
কেউ বা আবার পেয়েও হারায় ।
এই কী পৃথিবীর ইতিহাস
যার কথা কেউ লিখে রাখে না ।


তুই যে মানিক সোনা ওরে
আলোর কণা অন্ধকারে ।
অনেক স্নেহের মনি আমার সকল সাধনায় ।।