আবিদ আনোয়ার

Abid Anwar

আবিদ আনোয়ার
জন্ম ২৪ জুন ১৯৫০
জন্মস্থান কটিয়াদী, কিশোরগঞ্জ, বাংলাদেশ
বর্তমান নিবাস ঢাকা শহর এবং জয়দেবপুর, গাজীপুর, বাংলাদেশ

আবিদ আনোয়ার বাংলাদেশ বেতার ও বিটিভি’র তালিকাভুক্ত ‘বিশেষ’ (সর্বোচ্চ) শ্রেণির গীতিকবি। কবি, প্রাবন্ধিক, ছড়াকার ও কথাশিল্পী হিসেবেও তিনি সুপরিচিত। প্রকাশিত বইয়ের সংখ্যা ১৯। বাংলা কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার; কৃষি ও পুষ্টিবিজ্ঞানের জনহিতকর তথ্য-সংক্রান্ত গবেষণা ও প্রকাশনা এবং এসব তথ্যকে সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন পল্লীগীতির সুরে-সুরে মাঠে-ময়দানে প্রচার করার স্বীকৃতি হিসেবে ১৯৭৯ সালে রাষ্ট্রপতি পদক; সার্বিক সাহিত্যকর্মের জন্য ১৯৯৬ সালে রাইটার্স অ্যাসোসিয়েশন-এর পদক ও সংবর্ধনা; ১৯৯৭ সালে স্বাধীনতার রজত জয়ন্তি পুরস্কার: সৈয়দ নজরুল ইসলাম পদক; বৃহত্তর ময়মনসিংহ সমিতির সংবর্ধনা; ২০০৬ সালে ছড়া সাহিত্যে অবদানের জন্য সুকুমার রায় সাহিত্য পদক; ২০১৫ সালে কবিতার জন্য শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার পেয়েছেন; ‌‌‌‌‌‌১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল জার্নালিজম স্কলারশিপ সোসাইটির সম্মানসূচক সদস্যপদ লাভ করেন। তাঁর ইংরেজি স্ক্রিপ্টনির্ভর প্রোগ্রামের জন্য বাংলাদেশ বেতার দুই-দুইবার (২০০৫ ও ২০০৮ সালে) কমনওয়েলথ ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে। বর্তমানে তিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি)-তে পার্ট-টাইম কনসালট্যান্ট হিসেবে কর্মরত।


Lyrics RSS

এখানে আবিদ আনোয়ার-এর ৫৫টি গানের কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
আমার তো নেই কোনো বনলতা সেন
সোনার হরিণ ধরতে গিয়ে
লালন তোমার আরশিনগর ১৯
তোমার চোখে চোখ রাখি না
আউলা চুলে বাঁধলাম ফিতা ১১
চার দেয়ালে বন্দী জীবন
আমার দুঃখ তো একটাই
কেউ মুছে দেয়নি
শুধু রৌদ্র কি পারে
আমি পথে পথে ঘুরি একা
আমার আকাশ ছিঁড়ে গেছে
দুই নয়নে দেখলি যা তুই
ও কুটুম পক্ষী রে
চাঁদ ডুবে গেলে তারার জোছনা
হায় মালিনী, করলি একি বল্
তুমি শাজাহান নও আমার জন্যে বানাবে তাজমহল
তুমি নদীর কাছে প্রশ্ন করো যদি
ওদের মত বন্দুক নেই
দয়াল চিনলা না আমারে
ওরে নিন্দুক, তুই কী পরেছিস চোখে
আমি আরো বেশি জড়িয়ে পড়ি
না, কিছু হয়নি আমার
আমার একতারাতেও তার ছিঁড়েছে
কাঁটার আঘাত লাগবে জেনেও
পারো যদি এই আমাকে ক্ষমা করো সাঁই
নটে গাছ মুড়ায় না
ভুলে গেছি কী শিখেছি ধারাপাতে
আমার স্বপ্নরঙিন কিশোরবেলা
সাদা শাড়িতেই অপরূপা আমি
ভালোবাসা দিতে যদি
মন আমার জাইলা-মাঝি
আমার স্বপ্ন রঙিন কিশোর বেলা
আমি তো কখনো চাইনি কোনো
সবাই তো চায় বাঁধতে সুখের ঘর
যত তুমি থাকো পাহারায়
এ কী তুমি করলে গো এ কী তুমি করলে
আমি আরো বেশি জড়িয়ে পড়ি
আমি তো কখনো চাইনি কোনো রত্নশালার চাবি
শ্রাবণে প্রথম কাছে এসেছিলে
ছাও হারাইয়া পাখি কান্দে
চার দেয়ালে বন্দী জীবন
জীবনানন্দ চেয়েছিলো কোনো শালিক পাখি হয়ে
ভালোবেসে দেবদাসেরা
টিনের চালে টাপুর টুপুর
এমন কখনো যদি হয়
কী পেয়েছি কার কাছে
গত সনের সুধের টাকা চাইলো মহাজন
গাঁও গেরামে আমায় দেখে
জীবনে আমার দুঃখ শুধু একটাই
শুধু নাম নিলে যার
তাহলে কি নিজেই আমি দুঃখ বিলাসী
ওরা ছবি আঁকার পাঠশালাতে যায়নি কোনদিন
ওরা আজ মিশে আছে
ডুবে ডুবে জল খায় যারা
রাঙা বৌয়ের কলসি

    এখানে আবিদ আনোয়ার-এর ২টি আলোচনামূলক লেখা পাবেন।

       
    শিরোনাম মন্তব্য
    ছন্দের সহজপাঠ: ভূমিকা ১১
    প্রথাগত ছন্দশাস্ত্রে বর্ণিত মাত্রা গণনার রীতির ব্যতিক্রম ১৫

    এখানে আবিদ আনোয়ার-এর ১টি কবিতার বই পাবেন।

    কাব্যসংসার
    কাব্যসংসার
    কাব্যসংসার

    প্রকাশনী: আগামী প্রকাশনী

    This is the profile page of Abid Anwar. You'll find a list of Bangla song lyrics of Abid Anwar on this page.