(তুমি) শাজাহান নও আমার জন্যে বানাবে তাজমহল
আমার বিরহে ঝরুক তোমার দু’ফোঁটা চোখের জল।।
হতে যদি পারো হৃদয়ের রাজা তাতেই ভাগ্য মানি,
মরণের পরও জানবো আমি যে নিজেও ছিলাম রানি--
ধনে নয়, কোনো দৌলতে নয়, প্রেম ছিলো সম্বল।।
কত রাজা-প্রজা গিয়েছে কবরে, কাউকে পুড়েছে চিতা,
প্রলয়ের পরও অন্ধ আবেগে ফোটে যে অপরাজিতা--
ঝরে যায় তবু হয় না মরণ, রয় চিরচঞ্চল।