ওদের মত বন্দুক নেই, নেই তো আমার গুলি—
আমিও মা যুদ্ধে যাবো: আছে তো ডাঙ্গুলি,
(আমার) আছে তো ডাঙ্গুলি।


শান্ত-সরল লাউয়ের ডগা একটু হাওয়ায় নত
খবর শুনে উঠলো ফুঁসে গোখরো সাপের মত
গান থামিয়ে ঠোকর শেখে চন্দনা-বুলবুলি—
আমি ও মা যুদ্ধে যাবো…..


ভয় কী মা তোর, লড়াই শেষে জয় আমাদের হবে
সত্য-ন্যায়ের সংগ্রামে মা, কে মরেছে কবে?
বানিয়ে রাখিস চিতই পিঠা-নারকেলী-দুধপুলি—
আমি ও মা যুদ্ধে যাবো…..