ভালোবাসা দিতে যদি নাইবা পারো
তবে কিছু ছলনাই দাও,
মিথ্যে আশায় হলেও আমাকে জাগাও, আমাকে বাঁচাও ॥


জীবনের প্রয়োজনে মেনে নিয়ে ভুলকে
কতলোক ভালোবাসে কাগজেরই ফুলকে--
পারো যদি আমাকেও তা-ই তুমি দাও ॥
মিথ্যে আশায় হলেও...


হৃদয়ের সবটুকু চেয়ে পাওয়া যায় কি?
যত সুর বুকে আছে বাঁশিও বাজায় কি?
মন যদি নাই পারো ছলটুকু দাও ॥
মিথ্যে আশায় হলেও...