ভুলে গেছি কী শিখেছি ধারাপাতে
(কবেকার) ছেলেবেলার পাঠশালাতে
কত ভুলের গোলক-ধাঁধায় কেটেই গেছে শূন্য জীবন,
তবু আজও তোমার নামের নামতা পড়ে মন ॥
এখনও কেউ তোমার মতই হয়তো কোনো ক্লাসের ফাঁকে
বৈঁচি-ঝোপের আড়াল থেকে চোখ-ইশারায় কাউকে ডাকে?
জীবন কি আর ফিরিয়ে দেবে সেই হারানো ক্ষণ ॥
তবু আজও তোমার নামের.. .. ..
বাউল নিজেও ঘরের টানে থমকে দাঁড়ায় চলার পথে,
সংসারী মন কখনো চায় ইচ্ছে করেই উদাস হতে--
এমন করেই ফুরিয়ে যাবে ছোট্ট এ-জীবন ॥
তবু আজও তোমার নামের.. .. ..