মন আমার জাইলা-মাঝি
পাইতাছে জাল ভবের বিলে--
দিনেদিনে মাছগুলি তার (২)
খাইলো রে কোন্ নিঠুর চিলে ॥
দিবানিশি মাছের লাগি করে সে আনচান,
হায় জালুয়া আকুল-বিকুল জালে মারে টান--
রুই-কাতলের আশায় থেকে চুনোপুঁটি হয়তো মিলে ॥
দিনে দিনে মাছগুলি তার.. .. ..
দিনে-দিনে ছিঁড়লো বুঝি নাইটা সূতার জাল,
কষতে গেলে হিসাব-নিকাশ লাগে রে গোলমাল--
একটা ছোটে, আরেক জোটে এ কোন্ খেলা এই নিখিলে ॥
দিনে দিনে মাছগুলি তার.. .. ..