(তুমি) নদীর কাছে প্রশ্ন করো যদি
(কেন সে) জোয়ার এলে হয় এত চঞ্চল,
(কেন তার) কুল ছাপিয়ে ছলকে ওঠে জল--
তাহলেই জেনে যাবে
(তোমাকে) কাছে পেলে
কেন আমি এত কথা বলি অনর্গল ॥


তোমরা খোঁজো সব কথারই মানে
বলতে পারো মেঘ কী বলে নীল ময়ূরের কানে
কোন্ খুশিতে পেখম মেলে হয় সে বিহ্বল ॥
তাহলেই জেনে যাবে.. .. ..


হয়তো পাখি এমনিতে গান জানে-
সঙ্গীছাড়া একলা পাখির সুর ফোটে কি গানে?
বলতে পারো ফুলের কলি কখন মেলে দল ॥
তাহলেই জেনে যাবে.. .. ..