শ্যামল গুপ্ত

শ্যামল গুপ্ত
জন্ম ৩ ডিসেম্বর ১৯২২
জন্মস্থান জানা নেই
মৃত্যু ২৮ জুলাই ২০১০

Lyrics RSS

এখানে শ্যামল গুপ্ত-এর ৪৩টি গানের কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
অন্তবিহীন নহে তো অন্ধকার
অসময়ে নেমে বরষা দিয়েছে আমার মুখ রেখে
আমায় তুমি যে ভালবেসেছ জীবনে যে তাই দোলা লাগানো
আমার ভষ্ম ছড়িয়ে দিওনা বিন্ধ্য বা হিমাচলে
আমার হৃদয় নিয়ে আর কতকাল
আমার হৃদয় নিয়ে আর কতকাল বল কাছে এসে দূরে দূরে থাকবে
আমি আজ আকাশের মত একেলা
আমি এত যে তোমায় ভালবেসেছি
আমি তার ছলনায় ভুলবোনা
আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ দিন
আরও একটুখানি কাছে থাকো না
আহত পাখী কি করে গাহিবে গান
এ রাত বড় নিলাজ সয়না দেরী সয়না
এই ক্ষণটুকু কেনো এতো ভালো লাগে
এই বসন্ত জানালে বিদায়, ওগো জীবনের অলস বেলায়
একটি ছোট্ট দ্বীপ সমুদ্রে ঘেরা চারিধার
ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে
ও বক্ বক্ বকম্ বকম্ পায়রা
ওগো আমার মনের চির উদাস আনমনা
ওগো আমার মনের চির উদাস আন্ মনা
ওরে আয় আয় আয় আয় আয়
কতো আশা নিয়ে তুমি এসেছিলে
কে প্রথম চাঁদে গেছে বলতো নাম
ক্ষতি কি না হয় আজ পড়বে
চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে
জলতরঙ্গ বাজে আনমনা সাজে
জানি পৃথিবী আমায় যাবে ভুলে
ঝরা পাতা ঝরতে থাকে বলে তুমি নাও আমাকে
তুমি নেই শুধু এই আর কিছু নয়
নতূন গানের রঙিন খামে পাঠিয়ে দিলাম তোমার নামে
না যেও না গো চলে যেও না
নানা দেশ ঘুরে যেখানেই গান গেয়েছি
প্রেম যদি মোর অভিশাপ হলো তবে
বনের পাখি গায় বোলো না বোলো না
বাঁধে ঝুলনা তমাল বনে এসো দুলি দুজনা
বাঃ ছড়াটাতো বেশ, তারপরে কি
ভালো লাগে না তুমি না এলে
মন বলছে আজ সন্ধ্যায় কিছু বলতে তুমি আসবে কি
মন্দিরে নয় সেথায় যাব প্রাণের কুসুম লয়ে
যে আঁখিতে এতো হাসি লুকানো
যেথায় গেলে হারায় সবাই ফেরার ঠিকানা গো
সবার চেয়ে দামি জানি যা পেয়েছি আমি
হাজার বছর পরে আবার এসেছি ফিরে