বনের পাখি গায় বোলো না বোলো না,
ফাগুন মায়া শুধু ছলনা ছলনা |


কনকচাঁপা ডাকে আয় আয় রে -----
মাধবী রাতি চলে যায় রে |
তমাল তলে ওই বেণু বাজে
শিহর লাগে হিয়া মাঝে----


চাঁদের দোলায় মেঘের দোলনা  ||
যে মধু তিথি বিফলে হারায়
কভু সে ফিরে আসে না হায় |
দাও না সাড়া গানে গানে
মনের মুকুল রাঙায়ে তোলে না তোলে না |