মন্দিরে নয়, সেথায় যাব প্রাণের কুসুম লয়ে
যেথায় তুমি লুকিয়ে আছ জন্মভূমি হয়ে  ||


ধূলার ধরণীতে
তোমার কাছে নিয়ে গেছি, পারি নি আর দিতে---
ঋণী হয়েই সারা জীবন সেথায় গেলাম রয়ে ||


চেয়েছিলাম হতে তোমার মনের মতো হায়,
ভাগ্য আমার নিঠুর এমন তাও কি হওয়া যায় ।


সব অপরাধ জেনে
জানি তবু করবে ক্ষমা নেবে মোরে মেনে----
এই আশাতেই যায় গো চোখের অশ্রুধারা বয়ে  ||