না যেও না গো চলে যেও না
ওগো মধুরাতি মোর সাথিরে লয়ে  |


ঝরামালা বুকে নিয়ে জানো নাকি হায়
সারাবেলা যাবে শুধু বেদনা বয়ে ||


গানে গানে বাঁশি মোর মিনতি জানায়
তারাজাগা ছায়ামেশা গগন কোনায় |
কাছে পেয়ে হারাতে যে মনে জাগে ভয়
দূরে গেলে আঁখি ঝুরে উদাসী হয়ে  |